বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচে গৃহবধূর মৃত্যু

সংবাদ১৬.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের চাকায় ওড়নার প্যাঁচে  মুসকান (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুসকানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসকানের স্বামী মহসিন মিয়া বলেন, মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম আমরা দুজন। হঠাৎ মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে গেলে গুরুতর আহত হয় মুসকান। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।

.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের চাকায় ওড়নার প্যাঁচে  মুসকান (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুসকানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসকানের স্বামী মহসিন মিয়া বলেন, মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম আমরা দুজন। হঠাৎ মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে গেলে গুরুতর আহত হয় মুসকান। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়