সোমবার, মে ২০, ২০২৪
spot_img

জাল দলিল বিষয়ক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে “জাল দলিল করে জমি লিখে নেওয়ার সময় দলিল আটকে দিয়ে দলিল লেখককে শোকজ করলেন সাবরেজিস্ট্রার” এই শিরোনামে একটি অনলাইন ও স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন  এবাদুল ও সাকিল।

মোঃ  এবাদুল ও সাকিল ভুইয়া   বলেন, দুপ্তারা ইউনিয়নের পাচঁগাঁও  মৌজার এস এস খতিয়ান নং ৬৩, দাগ নং ১০০৬ এস এ খতিয়ান নং ১১৭. দাগনং ৫৫৯ এর ৩২ শতাংশ জমি রেজিস্ট্রীর বিষয়ে  আমাদের  বিরুদ্ধে যে জাল দলিল করার অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তাছাড়া এ দলিলেতো কোন রেজিস্ট্রি করা হয়নি।

দলিল জাল করা হলো কখন? একটি মহল সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে আমাদের  বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে মান সম্মান নষ্ট করছে এবং সমাজে আমাদের হেয় করেছে। যা কোন ভাবে  কাম্য নয়।

আমরা  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সঠিক কাগজ পত্র দিয়েই দলিল দাখিলা দিয়েছি। প্রকাশিত সংবাদে আমাদের কোন সংশিষ্টতা নেই।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়