বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

বর্জ্যের অব্যবস্থাপনা, মর্ডান ও নিরাময় ডাগাগনস্টিককে জরিমানা

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডায়াগনস্টিক সেন্টার দুটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর আদেশে জরিমানা আদায় করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, দুপুরে উপজেলার মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোশারফ হোসেন সিজান উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়