রবিবার, মে ১৯, ২০২৪
spot_img

ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা

রওশন আরা শিলা, নওগাঁঃ নওগাঁয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প বিষয়ে জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় ওয়েব ফাউন্ডেশন নওগাঁর আয়োজনে নওগাঁ শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে ওয়েব ফাউন্ডেশন নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি মর্জিনা খাতুন এর সভাপতিত্বে জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভায় বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, সদস্য আক্তারুন নেছা ডলি, জান্নাতুন ফেরদৌস মুন্নি, মরিয়ম আক্তার, আঃ হাই সিদ্দিকী, ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, ওয়েব ফাউন্ডেশনের উপজেলা সহায়ক মিনহাজুল করিম ইমন, নওগাঁ জেলা ওয়েব ফাউন্ডেশনের পাঁচ উপজেলার নেটওয়ার্ক সভাপতি/সম্পাদক এবং সিভিল সোসাইটির নেতৃবৃন্দ প্রমূখ।

বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক আলোচনায় কি কি সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উপর গুরুত্ব আরোপ করার কথা জানান।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়