মঙ্গলবার, মে ১৪, ২০২৪
spot_img

আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল দশ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আত্রাই থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আত্রাই স্বান্থ্য কমপ্লেক্স, আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ব বিদ্যালয়, আত্রাই উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক সাংস্কতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুন্পস্তবক অপর্ণ করার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সাথে আত্রাই- রাণীনগর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এবং সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন  কুমার দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দুলাল পুস্পস্তবক অপর্ণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই- রাণীনগর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি)অঞ্জন  কুমার দাশ, আত্রাই থানা অফিসার ইনচাজ মোঃ তারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমও  উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত প্রমূখ।

এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের আর্থিক লোনের চেক বিতরণ এবং বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান শেষে আত্রাই উপজেলা ইসলামিক একাডেমির উদ্যোগে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে দোয়া ও মুনাজাত করা হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ এবং আলোচনা সভা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হেসেন হেলাল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও উপজেলা অওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্বে মোঃ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছআলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকমীর উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়