শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img

আদিবাসীদের সমস্যা নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় শনিবার ২৭ মে দুপুরে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিসে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রকল্পের সমন্বয়কারী সিরাজুস সালেকীন, আদিবাসী নিলিপ মিঞ্জি ও সাংবাদিক রেজওয়ানুল হক রিজু প্রমুখ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীল জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা হয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়