শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ-সচেতনতা দিবসে আলোচনা ও শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধিঃ “সুরক্ষিত শ্রবণ,  সুরক্ষিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নওগাঁয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন নওগাঁর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ এই কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া’র  সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এবং সদর উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন  নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান এবং  অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরিফুল ইসলাম খান।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়