শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
spot_img

সাপাহারে আর্ন্তজাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

নিখিল বর্মনঃ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর সাপাহারে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এবং ব্রাক এনজিও অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান লুনা’র, সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সমবায় অফিসার নাজমুল হাসান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাতিজা আক্তার, ব্রাকের আইন সহায়তা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ।

এছাড়াও সেখানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন এলাকার নারীগন উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়