বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ইফতার মাহফিলেও বাঁধা দিচ্ছে আওয়ামী পুলিশ বাহিনী: মান্নান

সংবাদ১৬.কমঃ বিএনপির  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক  তারেক রহমানের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনাসভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৫ এপ্রিল) উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর এলাকায় হাজারো নেতাকর্মীরা সমবেত হয়ে আজহারুল ইসলাম মান্নানের নিজ বাড়িতে  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলকে সাফল্যমন্ডিত করে তোলেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে,  সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র    সহ-সভাপতি  মনিরুজ্জামান জামান, রফিকুল ইসলাম বিডিআর, জাহাঙ্গীর আলম, তাইজুল ইসলাম সরকার, আব্দুর রহমান মুন্সি, বজলুর রহমান, পীর মোহাম্মদ পীরু, ডাক্তার মিজানুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন,  যুগ্ম সম্পাদক আতাউর রহমান, শাফির উদ্দিন মজনু, আব্দুর রউফ ও জিয়াউল ইসলাম চয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার, হাজী নেহাল উদ্দিন মেম্বার, শফিকুল ইসলাম, এড. আব্দুর রহিম, মোছলেহ উদ্দিন, আব্দুর রহমান সরকার, আবু বক্কর, সেলিম ভূইয়া, দপ্তর সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো.ইউসুফ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জুয়েল রানা, সিনিয়র সহ- সভাপতি কিছমত হাজী, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, মোর্শেদ মোল্লা, ডালিম সিকদার, জামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. কে এম সুমন, সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান ফারুক, ক্রীড়া  সম্পাদক করিম রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মৎস্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ, সহ- প্রচার সম্পাদক মো. ছোহরাব হোসেন ও সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসাইন।

আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা রাকিব, আতাউর, রেজাউল খন্দকার, আরিফ, খোকন সিকদার, মোহন, শাহ আলম,  আওলাদ, ছানোয়ার, রফিক, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আরিফুল ইসলাম রাজ, রিফাত আহম্মেদ, সোনারগাঁ পৌর ছাত্রদলের সদস্য  সচিব সাজ্জাদ হোসেন তানজিম ও সোনারগাঁ ডিগ্রী কলেজের আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্যের এক প্রান্তে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি শান্তিপ্রিয় দল, বিএনপি জনগণের দল। গতকাল ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল করার কথা থাকলেও আওয়ামীলীগের পুলিশলীগ আমাদের অনুষ্ঠানের আয়োজনকে বানচাল করে দিয়েছে। তাদের মনে এতো ভয়! এখন তারা ধর্মীয় অনুষ্ঠানেও বাধা প্রদান করে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়