Saturday, April 26, 2025
Google search engine

বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ এক কৃষকসহ তিন ব্যক্তির প্রায় কোটি টাকার সম্পদ জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সোনারগাঁ থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ করে ভুক্তভোগী ফায়েজা বেগম, ওসমান উদ্দিন ও বিল্লাল হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর শাহাজাহান ভূইয়া ৫ আগষ্টের পর হঠাৎ বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিরীহ মানুষের জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাকে বাঁধা দিলে একটি অবৈধ দোনালা বন্দুক নিয়ে তার সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও আশানুরূপ কোন ফল না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে বলে জানান ভুক্তভোগীরা।

ফায়েজা বেগমের ১৮ শতাংশ জমিতে ইরি ধানের উপর জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ করে এবং ওসমান উদ্দিন ও আব্দুল করিম মাস্টারের বাড়িতে ভাংচুর করে জোরপূর্বক দখল করে রেখেছে বিএনপি নেতা শাহাজাহান। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। তাই বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভূমিদস্যু বিএনপি নেতা শাহাজাহানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

অভিযুক্ত সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান ভূইয়া বলেন, আদালতের রায় পেয়ে আমি জমি দখলে নিয়েছি। আদালতের রায়ের ভিত্তিতে তাদের জমিতে যাওয়ার জন্য নিষেধ করেছি। তবে কাউকে হুমকি দেইনি। অন্য অভিযোগকারীদের তিনি চেনেন না বলেও দাবি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, থানায় তিনি সদ্য যোগদান করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত