Friday, July 4, 2025
Google search engine

মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমান সর্বাত্মক চেষ্টা করছে

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, দীর্ঘ ১৬ বছর দেশে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিলো না। ছাত্র জনতা ও রাজনৈতিক আন্দোলনে স্বৈরশাসকের পতন হয়েছে। তাই দেশের মানুষের কথা ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আমাদের নেতা তারেক রহমান সর্বাত্মক চেষ্টা করছে। যতদ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের এ অস্থিশীল অবস্থা থেকে জনগণকে মুক্ত করতে হবে।

রবিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় ৩’হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম নির্দেশ করেন সামর্থ্য অনুযায়ী সবার আগে আপনার আপজনকে দেখবেন তারপর নিকট আত্মীয় ও প্রতিবেশীদের দেখতে হবে। আর আমাদের তারেক রহমানের নির্দেশনা সবার আগে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের পাশে থাকতে হবে।

বিএনপি নেতা মাসুম রানা’র সার্বিক তত্বাবধানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপি সভাপতি শাহজাহান মেম্বার ও মোতালেব মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনয়নের ৩’হাজার নিম্ন আয়ের মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত