Wednesday, January 15, 2025
Google search engine

১৯ জানুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা প্রকাশের দাবি

আগামী ১৯ জানুয়ারির মধ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। আজ রোববার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি, আহত ও তাঁদের পরিবারের সদস্যরা। এ সময় সরকারকে তাঁরা সুচিকিৎসা ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানববন্ধনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়। তাঁদের দাবিগুলো হলো—

১. আগামী এক সপ্তাহের (১৯ জানুয়ারি) মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাঁদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করতে হবে।

২. আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে (দেশে/বিদেশে)। গণ-অভ্যুত্থানে আহতদের আজীবন বিনা মূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৩.২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে।

৪. গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৫. ’২৪-এর গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।

৬. জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে।

৭. জুলাই গণ-অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

৮. ’২৪ গণ-অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।

৯. সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত