Wednesday, January 15, 2025
Google search engine

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বর থেকে গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ফুট ওভার ব্রিজের ওপর থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাদের দুজনের পেটে স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব গাঁজা জব্দ করা হয়েছে।’

পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হলে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন তারা সংশোধনাগারে রয়েছে।’

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত