শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

সংবাদ১৬.কমঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ১৫ আগস্ট মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন।

সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন-নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সদস্য মাহফুজুর রহমান কালাম, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কৃষিবিদ দিপক কুমার বনিক (দিপু), সোনারগাঁ থানা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভা মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়