সংবাদ সিক্সটিনঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলার সায়মা টাওয়ারের ২য় তলায় এ কার্যালয় উদ্ভোধন করা হয়।
সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সোনারগাঁ ও আড়াইহাজার প্রতিনিধি পনির ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আমিনপুর পৌরসভার গোয়ালদী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিপন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, সোনারগাঁও টেলিভিশন জানালিস্ট ফোরামের সভাপতি ও বিজয় টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি অনিক ইসলাম, দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া, বাংলাদেশের খবর’র আনিসুর রহমান সজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।