Friday, July 4, 2025
Google search engine

সোনারগাঁয়ে ২২ স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদ সিক্সটিনঃ “মানুষ বাঁচবে কত দিন, সেবা বাঁচবে চিরদিন”এই স্লোগানে মুখরিত উৎসবমুখর আয়োজন আলোকিত সমাজ বিনির্মাণে যারা নীরবে কাজ করে যান, সেইসব স্বেচ্ছাসেবক ও কনটেন্ট ক্রিয়েটরদের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন এবং সাংগঠনিক সংহতির লক্ষ্যে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে সোনারগাঁয়ের ২২টি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (২২ জুন) সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ডা. এম. এ ছাত্তার কেন্দ্রীয় গণ বিদ্যালয় (ব্যাইচ) প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মহাসচিব মীযানুর রহমান।

“মানুষ বাঁচবে কত দিন, সেবা বাঁচবে চিরদিন” এই সেবামূলক চেতনাকে ধারণ করেই দিনব্যাপী উৎসবমুখর আয়োজন চলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, তরুণ কনটেন্ট ক্রিয়েটর, সমাজকর্মী, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সৃজনশীল ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, এই সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে স্বেচ্ছাসেবীদের মর্যাদা দিতে হবে। তারা কাজ করে যান নিঃস্বার্থভাবে, বিনিময়ে কিছু চায় না, শুধু একটি মানবিক সমাজ গড়তে চান।

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, মতবিনিময় পর্ব ও ভ্রাতৃত্বের মিলনমেলা। সামাজিক সংহতি, মূল্যবোধ ও সংগঠনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই আয়োজন একটি উদাহরণ হয়ে থাকবে, এমনটাই মনে করেন আয়োজকরা।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত