Friday, July 4, 2025
Google search engine

সোনারগাঁয়ে আস্থা’ই কাল হলো কৃষকের! ফসলী জমির মাটি কাটার মহোৎসব

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে নোয়াগাঁও এলাকায় জোরপূর্বক ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে উর্বর ফসলি জমিতে গভীর গর্ত করে মাটি কাটার মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ‘আস্থা’ ফিড কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম বাবু’র বিরুদ্ধে। এতে ভাঙ্গন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের জমিগুলো। কয়েক’শত একর কৃষি জমি ধীরে ধীরে বিশাল পুকুরে পরিণত হচ্ছে! যেন আস্থা’ই কাল হয়ে দাড়িয়েছে কৃষকের।

“জমির আকার পরিবর্তন করা যাবে না” সরকারের স্পষ্ট এমন আইনি নির্দেশনা থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির অবৈধ বালু উত্তোলন। ড্রেজার ও ভেকু দিয়ে কাটা হচ্ছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচরসহ প্রায় ৩ গ্রামের ফসলি জমির মাটি। এরপর এসব মাটি ব্যবহার করা হচ্ছে “আস্থা” ফিড কোম্পানির নতুন প্রোজেক্টে। জোড়পূর্বক জমি দখল ও বালু উত্তোলন বন্ধে জমির মালিক জ্যোস্না বেগম আদালতে একটি মামলা দায়েরের পর জমিতে কোন রকম কার্যক্রম না চালানোর জন্য লিখিত আদেশ দেয় আদালত। কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী।

ভুক্তভোগী জ্যোস্না বেগম জানান, স্থানীয় “আস্থা” ফিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবুর নেতৃত্বে এলাকার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইকবাল মিয়া (৪০), শরীফ (৩২), রাসেল (৪০) ও আতাউর (৩২) সহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার জমিসহ স্থানীয় কৃষকদের প্রায় কয়েকশত একর জমি দখলের পায়তারায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করা ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। যার চারদিকে অনেক কৃষকের জমি রয়েছে। একাধিকবার নিষেধ করার পরও তিনি কারও কথা তোয়াক্কা করছেন না। ফলে আশপাশের ফসলি জমিগুলো ভেঙ্গে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ দেয়ার পরেও কোনো প্রতিকার না পেয়ে আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি জানান, বর্তমানে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে! মামলা তুলে নেয়ার জন্য স্থানীয় সন্ত্রাসীরা বাসায় গিয়ে প্রাণনাশের হুমকিও দিচ্ছে।

সরেজমিনে উপজেলার লাধুরচরসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে (ড্রেজার) খনন যন্ত্র। যার সাহায্যে তোলা হচ্ছে বালু। সে বালু নেয়া হচ্ছে পার্শ্ববর্তী ‘আস্থা’ ফিড কোম্পানির নতুন প্রোজেক্টে। ফলে আশপাশের অন্যান্য জমিগুলোর আইল ভাঙ্গনসহ বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। কৃষকদের মাথায় পড়ছে চিন্তায় ভাঁজ। এর আগেও বেশ কয়েকটি ফসলি জমি থেকে বালু উত্তোলন করে পুকুর বানানো হয়েছে।

কৃষক ওসমান গণি, ঈসমাইল মিয়া, মোহাম্মদ আলী, সামসুন্নাহার অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তি ‘আস্থা’ ফিড কোম্পানির মালিক সাইফুল ইসলাম বাবু আওয়ামীলীগ নেতা হওয়ায় বিগত বছরগুলোতে অনেক নিরীহ কৃষকের জমি কেটে নির্বিচারে দখল করেছে। এখন বিএনপির কিছু নেতার মাধ্যমে কাউকে তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পর আস্থাফিড কোম্পানির পক্ষে ইকবাল হোসেন বাদী হয়ে আমাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে ফসলি জমিগুলো রক্ষা ও অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক।

অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইকবাল মিয়া জানান, দীর্ঘদিন সে বিদেশে ছিলেন, বিদেশ থেকেই তিনি রাজনীতি করতেন। বর্তমানে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য ‘আস্থা’ ফিডের সাথে কাজ করছেন। তিনি অবৈধভাবে কৃষি জমির মাটি কিংবা বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে বলেন, এলাকার কিছু দুষ্টু চক্র উদ্দেশ্য হাসিলের জন্য অসহায় কৃষকদের দিয়ে এমন মিথ্যে অপ-প্রচার চালাচ্ছে।

এ বিষয়ে ‘আস্থা’ ফিড’র পরিচালক সাইফুল ইসলাম বাবু বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাজনৈতিক দলের ঊর্ধ্বে তিনি একজন ব্যবসায়ী। যেহেতু প্রায় দেড় যুগ আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো সেহেতু তিনি ব্যবসায়ের জন্য বিভিন্ন কাজ আওয়ামীলীগের নেতাদের নিয়ে করেছেন। তবে তিনি অবৈধভাবে দখল করে কৃষকদের জমি থেকে বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা ক্রয়কৃত জমি থেকেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। এলাকার কিছু ব্যক্তিকে কোম্পানিতে সুবিধা না দেয়ায় তারা আমার ও কোম্পানির বিরুদ্ধে মিথ্যে অপ-প্রচার চালাচ্ছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) “কাঁচপুর সার্কেল” শেগুফতা মেহনাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি নিয়ে কোন অভিযোগ পাইনি। আমাদের কাছে লিখিত অভিযোগ দিতে বলেন, অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত