সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে “বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ” শিরোনামে মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ও স্থানীয়সহ বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উলজেলার সাদিপুর ইউনিয়ন ৪-নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া।
বুধবার ( ২৩ এপ্রিল) বিকেলে উপজেলার উদ্ধোবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে আওয়ামীলীগের আমলে তারা আমার উপর অনেক অত্যাচার করেছে। আমি তাদের বিরুদ্ধে একাধিবার থানায় লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি। কোর্টের রায় পেয়েও আমার জমিতে যেতে পারিনি। তাদের জমিতে যাওয়া কোর্ট থেকে নিষেধ থাকলেও উল্টো আমার বিরুদ্ধে জমি দখল ও মাদক ব্যবসার মতো মিথ্যে অভিযোগ এনে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ফায়েজা বেগম, বিল্লাল হোসেন ও উসমান উদ্দিন এসব অপ-প্রচার চালাচ্ছে।
শাহজাহান ভূইয়া বলেন, কাগজ কলমে আমি জমি না পেলে কখনোই নিজের বলে দাবী করতামনা। তারা যদি এমন কোন প্রমান দেখাতে পারে সংশ্লিষ্ট কতৃপক্ষ আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমার কাছে জমির মালিকানার সকল ডকুমেন্টস রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া প্রমুখ।