Saturday, April 26, 2025
Google search engine

বহিস্কৃত যুবদল নেতার তান্ডব, ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

সংবাদ সিক্সটিনঃ ককটেল ফাটিয়ে ব্যবসায়ীর মালামাল লুটের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূইয়ার বিরুদ্ধে এবার ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায়। এবিষয়ে ব্যবসায়ী গোলজার হোসেন মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমির সাইনবোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় লোহার পাত কিনতে উপজেলার জামপুরের তাজমহল এলাকার পাশেই মাসাবো বাজারে নবীর হোসেনের দোকানে যান ব্যবসায়ী গোলজার হোসেন। পুর্ব শত্রুতার জের ধরে দোকানে যাওয়ার কিছুক্ষণ পরেই ৪/৫ টি মোটরসাইকেল যোগে বহিস্কৃত যুবদল নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দোকানের সামনে ওই ব্যবসায়ী ও তার দুই ভাতিজাকে ঘেরাও করে। আশরাফ ভূইয়ার লালিত সন্ত্রাস একাধিক ডাকাতি মামলার আসামী সোয়েব মিয়া তাকে গুলি করে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাজারে লোকজনের উপস্থিতি দেখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করলেও বাড়ি ফেরার পথে পেরাবো এলাকায় ওই ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করলে গাড়ি চালকের বিচক্ষণতায় সেখান থেকে কোন রকম প্রাণে বেঁচে ফেরেন।

ব্যবসায়ী গোলজার হোসেনের গাড়ির ড্রাইভার কামাল হোসেন বলেন, বাজারে লোকজন জমে যাওয়ার কারনে তারা কিছু করতে না পারলেও বাড়ি ফেরার পথে পেরাবো তাজমহল এলাকায় আমাদের গাড়ির গতিরোধ করে সন্ত্রাসী আশরাফ ও তার বাহিনী। এসময় আমার বসের মাথায় পিস্তল ঠেকাতেই আমি কৌশলে গাড়ি চালিয়ে চলে আসতে সক্ষম হই।

বহিস্কৃত নেতা আশরাফ ভূইয়ার মুঠোফোনে জানতে চাইলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিকরা নিউজ করে কি করতে পারবেন বলে হুমকি প্রধান করেন! পরে সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা ঘটেছে মাসাবো এলাকায় তাজমহলের কথা কেন আসলো? একথা বলেই আশরাফ ভূইয়া মোবাইল রেখে দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, ব্যবসায়ীর দায়ের করা একটি অভিযোগ পেয়েছি। এর আগেও তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছি৷ তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত