সংবাদ সিক্সটিনঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান বলেন, যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, দখলবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাট করেন তাদেরকে ছাড় দেওয়া হবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন। এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া এলাকায় রবিবার বিকেলে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হাসেম, বিএম ডালিম, বিএনপি নেতা সেলিম হোসেন দীপু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান, কৃষকদল নেতা ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, যুবদল নেতা সোহেল রানা, মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা আরাবী, আলভী, ইমন ও আওলাদ প্রমূখ।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত শতশত নেতাকর্মীরা ইফতার করেন।