Friday, July 4, 2025
Google search engine

ছোট্ট সন্তানের হাতপা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙ্গে পালিয়েছে তারই গর্ভধারিণী মা। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে রবিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ উল্লেখ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান রয়েছে। গত ১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমেদ এর দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাপের বাড়ি পালিয়ে যায়। অসহ্য যন্ত্রনার কারনে শিশুটি দিনরাত ঘুমাতে পারছে না। মায়ের হাতে সন্তানের উপর নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে বাকরুদ্ধ পুরো এলাকা। শিশুটির কান্না থামাতে আশপাশের নারী-পুরুষ ছুটে এলেও পিতার কোল ছাড়া কারো কাছেই থাকছে না।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবুঝ শিশুটি হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এ সময় তার পিতা আশরাফুল অশ্রুসিক্ত চোখে সন্তানের পাশে বসে চোখের জল ফেলছেন। আশরাফুল জানান, ছোটখাটো যে কোন বিষয় নিয়ে একটু তর্কবিতর্ক হলে তাকে মারতে দা-বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে এবং তার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ সময় তিনি আরো জানান, রাতে প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যে কোন অঘটন ঘটিয়ে থাকেন। তিনি বলেন, স্ত্রীর পরকিয়ার কারনে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।

স্থানীয়রা জানায়, মেয়েটির আচরন খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সাথে অশালিন আচরন নিত্য দিনের। কিন্ত ছোট্ট সন্তানের হাতপা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে।

স্থানীয় বিএনপি নেতা সেলিম সরকার বলেন, শিশুটির বাবা আমার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। আমি তাকে থানা পুলিশের সহায়তা নিতে বলেছি।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, এ ব্যাপারে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত