Saturday, April 26, 2025
Google search engine

সোনারগাঁয়ে বসতবাড়ি দখল, ভাংচুর ও লুটপাট

সংবাদ সিক্সটিনঃ একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেয়া হলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দবাজার দাউদেরগাঁও এলাকায় জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ছগীর হোসেন ও আবু-বক্করের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আনন্দ বাজারের দাউদেরগাঁ গ্রামে আব্দুল আজিজ তার পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ি করে ভোগ-দখল করে আসছিলেন৷ ৫ ই আগষ্টের পর একই এলাকার ছগীর ও আবুবক্কর জোড়পূর্বক তাদের বসতবাড়ির সম্পত্তি দখলের পায়তারায় লিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপরোক্ত অভিযুক্তদের নেতৃত্বে স্থানীয় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল তাদের উচ্ছেদের জন্য বাড়িঘরে হামলা চালায়৷ এতে ৩ টি বসতঘর ভাংচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশনায় তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছি। ভাংচুর ও লুটপাটের ঘটনা সত্যি। সন্ধার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। ওসি স্যার আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত