Friday, July 4, 2025
Google search engine

সোনারগাঁয়ে চিত্র নায়িকা দিতির মেয়ের উপর হামলা, আহত-৫

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিত্র নায়িকা দিতি’র বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয় চিত্র নায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী সারমিন প্রীতি।

দিতির ভাই আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এসময় আমরা বাঁধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী সারমিন প্রীতি ও তার সঙ্গিয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়া এবং আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ী ভাংচুর করে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে ঢাকা চলে যায়।

এদিকে চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রীতি জানান, দীর্ঘ ৭ বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকেই আমার শশুর বাড়ীর লোকজন আমাকে ও আমার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশান অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে পূর্ব নির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়ীতে বসে আমার জমি মেপে দেয়ার সময় চিত্র নায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার উপর হামলা চালায়। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায় বিচার করার জন্য গিয়েছেন। কোন জমি দখলের জন্য যাননি।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমি সেখানে কোন দলীয় পরিচয়ে নয় স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। অন্যান্য বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিলো। নায়িকা দিতির মেয়ে লামিয়া নাকি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সাথে নিয়ে সোনারগাঁ আসছে। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছে। কোন জমি দখলের সাথে আমরা কেউ জড়িত নই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আমাকে বিষয়টি ফোনে জানিয়েছেন যে, ওই এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। শুনতে পেলাম বিষয়টি চিত্র নায়িকা দিতির পারিবারিক। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত