সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের ৪ ঘন্টা পর মাদ্রাসা ছাত্র শিশু ইব্রাহিম মিয়া (৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টায় নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। নিহত ইব্রাহিম মিয়া শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকা থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাখুজি করেন। পরে ঐ দিন রাত ১১ টায় বাড়ির পাশের লিচু বাগানে পড়নের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।
এঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, হত্যাকান্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে