Friday, July 4, 2025
Google search engine

কাঁচপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষ, মা ও শিশুসহ নিহত-৩

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজের নিচে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ তিন জন নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩), কাকলি আক্তার (৩৫) ও তার পাঁচবছরের শিশু পুত্র আরিয়ান রাফি।

নিহত কাকলি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আশরাফুলের স্ত্রী ও অটোরিকশা চালক আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা সুকান পুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে।

নিহত কাকলির মা ফজরা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিটাগাংরোড থেকে অটোরিকশাটি ব্রীজের উপর দিয়ে ওল্টো পথে কাচঁপুর আসার পথে হিমাচল নামের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশা চালক, মা ও শিশুসহ তিনজন নিহত হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, সন্ধ্যায় উল্টোপথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত