Monday, May 12, 2025
Google search engine

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

সংবাদ সিক্সটিনঃ “সুশিক্ষিত জাতি উন্নত দেশের চাবিকাঠি” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের এস.এস.সি-২৫ শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক, বিএনপি নেতা ও স্কুলের সভাপতি মোঃ মাসুম রানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশ বান্ধব স্কুল থাকায় আমি গর্ববোধ করি, আমি আশা করি খুব শীঘ্রই এই স্কুলটি সোনারগাঁয়ের একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সাথে পরীক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করে দোয়া ও মিলাদ শেষে ২য় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগমের সার্বিক পরিকল্পনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, যুবদল নেতা ফারুক হোসেন, জামান জিতু, নুর-আলম দিপু, সাইফুল ইসলাম সানী, সাংবাদিক মনির হোসেন, ইমরান হোসেন, সজীব হোসেন, শাহিন সাকী ও স্কুলের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত