Thursday, January 23, 2025
Google search engine

রাতে ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

সংবাদ সিক্সটিনঃ শীত নিবারণের জন্য রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন রাস্তায় শুয়ে থাকা দিনমজুর, ফুটপাতে বসবাসকারী, ভ্যানচালক ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

বুধবার (২২ জানুয়ারি) শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে রাত সাড়ে ৮ ঘটিকা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কাঁচাবাজারসহ বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে প্রায় অর্ধশতাধিক শীতার্তদের মাঝে নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন তিনি।

জানা যায়, অনেক অসহায় দিনমজুর সারা দিন কাজ শেষে তারা বিভিন্ন রাস্তা, অফিস ও মার্কেটের বারান্দায় রাত্রীযাপন করেন। শীতের রাতে তাদের কষ্টের কথা ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান তার সহযোগী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোর্শেদ আলমকে সঙ্গে নিয়ে বুধবার রাতে কম্বল নিয়ে হাজির হন অসহায়দের কাছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, শীতার্ত মানুষদের জন্য আমার সব সময় দূর্বলতা কাজ করে। তাদের জন্য কিছু শীত বস্ত্র উপহার হিসেবে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত