Wednesday, January 22, 2025
Google search engine

সোনারগাঁয়ে মান্নানের উদ্যোগে ২ হাজার শীতার্ত পেলো শীতবস্ত্র

সংবাদ সিক্সটিনঃ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার বারদী ও সনমান্দী ইউনিয়নের ২ হাজার শীতার্ত পরিবারের মাঝে আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র (কম্বল) বিতরন করেন।

বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর মেম্বারের সঞ্চালনায় এবং সনমান্দী ইউনিউন বিএনপি নেতা মাসুম বিল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান ও বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপি নেতা করিম মেম্বার, ডাক্তার রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন আবু, আবুল খায়ের, জহিরুল ইসলাম, বিল্লাল মুন্সি, হালিম মিয়া, কামাল হোসেন ও ইকবাল হোসেন প্রমূখ।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত