সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার নৌ-ঘাটে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন সোসাইটির আয়োজনে অপরিকল্পিত ব্যবহারের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, শিল্প কলকারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ও ড্রাইংয়ের বিষাক্ত পদার্থের কারণে নদীগুলোর স্বাস্থ্য হুমকির মুখে শীর্ষক “জলের কথা” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি যৌথ ভাবে আয়োজন করে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন সোসাইটি।
নদীর স্বাস্থ্য সংকট মোকাবিলায় সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে “জলের কথা” শিরোনামের সেমিনারে নদী রক্ষার গুরুত্ব এবং এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের নদীগুলো শুধু পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি দেশের অর্থনীতি ও জনগণের জীবিকা অর্জনের অন্যতম উৎস। বিশেষ করে, নদীজীবী সম্প্রদায়, যারা নদীর ওপর নির্ভরশীল, তাদের জীবিকা ও অস্তিত্ব রক্ষার জন্য নদী রক্ষা জরুরি হয়ে পড়েছে।
পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সভাপতিত্বে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন সোসাইটির মহাসচিব মোঃ মিজানুর রহমানের ব্যাবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, অপরিকল্পিত নদী ব্যবহার হচ্ছে। ব্রহ্মপুত্র ও মেঘনা নদীসহ দেশের প্রধান নদীগুলো থেকে অবাধে বালু উত্তোলন, নদীশাসনের অনিয়ম এবং নদীর স্রোতের পথ পরিবর্তন পরিবেশগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বালু উত্তোলন, নদীর গভীরতা হ্রাস এবং স্রোতের গতি পরিবর্তন নদী স্বাস্থ্য ও প্রতিবেশের জন্য ক্ষতিকর।
তিনি আরো বলেন, বালু উত্তোলন ও জলাভূমির ক্ষতি সাধিত হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন, নদীর গভীরতা হ্রাস এবং স্রোতের গতি পরিবর্তনের কারণে নদীর বাস্তুতন্ত্রের বিশাল ক্ষতি হচ্ছে। এর ফলে নদীজীবী জনগণের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ছে, বিশেষ করে জেলে সম্প্রদায়, যারা নদীর পানি ও জলজ জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল।
শিল্প বর্জ্যের প্রভাবে শিল্প কলকারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ও ড্রাইংয়ের বিষাক্ত পদার্থ নদীর পানি দুষিত করছে। এর ফলে জলজ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং মানুষের জন্য পানির ব্যবহার বিপজ্জনক হয়ে পড়ছে বলেও আলোচনায় উঠে আসে।
এ বিষয়ে সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞরা নদী রক্ষায় কিছু কার্যকর পদক্ষেপের প্রভাষ দেন। তাদের মতে, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, শিল্প বর্জ্য যথাযথভাবে পরিশোধন এবং নদী সংরক্ষণের জন্য স্থানীয়ভাবে ভূমিকা রাখতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন সোসাইটির মহাসচিব মোঃ আমিনুল ইসলাম (সাইদুর)।