Wednesday, January 22, 2025
Google search engine

সোনারগাঁয়ের জয়রামপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর যুব সমাজ ও বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ খেলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ দল ও সাদাফ সুলতান ফাউন্ডেশন দল অংশগ্রহণ করে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ দল ১২৭ রান সংগ্রহ করে। জবাবে সাদাফ সুলতান ফাউন্ডেশন দল ১০৮ রান সংগ্রহ করে পরাজিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অঅন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম সরকার, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গরীবে নেওয়াজ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু, সাংবাদিক মাজহারুল ইসলাম, আল-আমিন তুষার, রুবেল মিয়া, ডালিম হোসাইন ও বিএনপি নেতা বাবুল প্রমুখ।

খেলা পরিচালনা করেন-সাংবাদিক ও শিক্ষক মশিউর রহমান, উজ্জল হোসেন মাসুম, রনি হাসান মোল্লা। উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের এ খেলায় ১২টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত