Wednesday, January 22, 2025
Google search engine

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কোটি টাকার মাল লুটের অভিযোগ

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা আশরাফ ভূইয়ার বিরুদ্ধে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫ জানুয়ারি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এএনজেড টেক্সটাইল মিলসের নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে। পরে রাতে সোনারগাঁ থানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ দায়ের করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আশরাফ ভূইয়া, মোতালেব মেম্বার, মুসা মিয়া, দিপু মিয়া, নাঈম, আরিফ হোসেন ও মোক্তার হোসেনসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামীরা এ এন জেড টেক্সটাইল মিলের নির্মাণ কাজে বাঁধা দিয়ে ২৫ লক্ষ টাকা দাবী করেন। এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাধীন স্থানে প্রবেশ করে বিএনপি নেতা আশরাফ ভূইয়াসহ ১০০-১৫০ জন সন্ত্রাসীর মাধ্যমে ঘরের টিন, গ্রিল, দরজা, জানালা, টিউবওয়েল, পানির মোটর, শ্যালো মেশিন এবং প্রায় ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম-সহ মোট ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান, কয়েক মাস ধরেই বিএনপি নেতা আশরাফ ভূইয়া চাঁদা দাবী করে আসছিল। বুধবার সকালে তারা আমাদের কাজে বাঁধা ও ককটেল ফুটিয়ে আমার থাকার ঘরটিসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণ নাশের হুমকি দেয়।

জমি বিক্রেতা শহিদুল্লাহ ভূইয়া বলেন, আমি গত বছর আনোয়ার হোসেনের কাছে জমিটি বিক্রয় করেছি। স্থানীয় বিএনপি নেতাদের দাবীকৃত চাঁদা না দিতে চাইলে তারা তাদের জমি দাবী করে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নির্মাধীণ কাজের সব মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভূইয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কে বা কাহারা মালামাল লুটের সাথে জড়িত আমি জানিনা।

অভিযুক্ত জামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এমদাদুল হক দিপু বলেন, ঘটনাস্থলে আমার রেজিষ্টিকৃত জমি আছে৷ সে জায়গা মেপে সীমানা নির্ধারণ করে চলে আসি। পরে কি ঘটেছে আমার জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত