সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপ-প্রচার চালিয়ে সক্রিয় হওয়ার পায়তারা করছে আওয়ামীলীগের দোসররা। চাঁদাবাজী, দখলবাণিজ্য ও লুটপাটের শত কোটি টাকার সাম্রাজ্য হারিয়ে নানান ভাবে স্থানীয় বিএনপি নেতা ও সাধারণ ব্যবসায়িদের বিরুদ্ধে অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় সরেজমিনে দেখা যায়, মেঘনা গ্রুপের সিরামিক ফ্যাক্টরির গেটের সামনে সড়ক ও জনপদের জায়গায় ৭-৮টি টং দোকান বসিয়ে নিম্ন আয়ের মানুষেরা জীবিকা নির্বাহ করে আসছেন। তাদেরই একজন বৃদ্ধা বয়সী মোরশেদা বেগম। তিনি বলেন, “দীর্ঘ ১০ বছর যাবত রাস্তার পাশের এই দোকানটি চালাচ্ছি, কখনো কেউ চাঁদা নিতে আসেনি। অথচ কিছুদিন ধরে মিথ্যা চাঁদাবাজির কথা বলে কে বা কারা পুলিশকে দিয়ে আমাদের দোকান ভেঙ্গে দেয়ার চেষ্টা করছে। আমরা সরকারী জায়গায় দোকান করে খাই, সরকার তুলে দিলে চলে যাবো।
চাঁদাবাজিকে কেন্দ্র করে আলোচিত দাওয়াত রেস্টুরেন্টের ম্যানেজার আল আমিন বলেন, আওয়ামী লীগের আমলে এই দোকানে বিভিন্ন পোলাপান চাঁদা নিতো এখন বর্তমানে কেউ চাঁদা নেয় না। পাশে থাকা টায়ারের দোকানদার আশেক আলী জানান, রাস্তায় গাড়ির সমস্যায় পরে কেউ যেন কষ্ট না পায় সেই জন্য সরকারী জায়গায় দোকান করে খাই। এখানে চাঁদাবাজি করবে কে? কেউ কোন টাকা চায় না। আমরা ভালো আছি।
সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, ৫ই আগস্টের পর আষাড়িয়ারচর এলাকা থেকে মানুষের জমি আত্মসাৎ করে শতকোটি টাকা মালিক বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী ও তাদের লোকজন আত্মগোপনে থেকে আমিসহ এলাকার অনেকের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। আমাদের এলাকায় কোন গার্মেন্টস নাই অথচ আমরা নাকি জুটের ব্যবসার নিয়ন্ত্রণে মরিয়া গেছি! দিনমজুর সাধারণ মানুষ রাস্তার পাশে দোকান করে খায় এখানে চাঁদাবাজির কোন প্রশ্নই আসে না। আমি আওয়ামী লীগের দোসরদের এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।