Wednesday, January 15, 2025
Google search engine

সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ক্ষতবিক্ষত মনির হোসেন (৫০) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন, উপজেলার ফতেহপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে। সে দুই বছর ধরে দ্বিতীয় বিয়ে করে উপজেলার কাচঁপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। গত শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে গেছে।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত