Wednesday, January 15, 2025
Google search engine

রেমিট্যান্স সংগ্রহে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহে প্রথম হওয়ায় সেন্টার ফর এনআরবির পক্ষ থেকে ‘টপ টেন রেমিট্যান্স গোল্ড অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছ থেকে পুরস্কার নেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট স্পিকার বাংলাদেশি ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও প্রবাসী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত