Wednesday, January 15, 2025
Google search engine

পড়শীর বর কে এই নিলয়

বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তাঁর বরের নাম হামিম নিলয়। গত বছর ৪ মার্চ আকদ হয় তাদের। পড়শীর মতো তাঁর বর নিলয়ও একজন সংগীতশিল্পী। ২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো খুদে গানরাজে অংশ নিয়েছিলেন পড়শী ও নিলয়। সেখান থেকেই নিলয়ের সঙ্গে পরিচয় পড়শীর। ওই বছর পড়শী চ্যাম্পিয়ন হলেও সেরা ছয় থেকে বিদায় নেন নিলয়।

খুদে গানরাজ অনুষ্ঠানের দুই বছর পর মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান নিলয়। সেখানেই স্থায়ী হন। তবে নিলয়ের সঙ্গে সম্পর্কটা থেকে যায় পড়শীর। সেই পরিচয় গড়ায় বিয়ে পর্যন্ত। গত বছর ৪ মার্চ নিলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের।

টাঙ্গাইলের ছেলে নিলয় দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও সংগীত ছাড়েননি। স্টেজ শো না করলেও নিজের মতো করে গানের চর্চা চালিয়ে গেছেন। নিউইয়র্কের সিটি কলেজে পড়াশোনা করেছেন মিউজিক বিষয়ে। ২০২২ সালে নতুন গান প্রকাশ করেছিলেন নিলয়। ওয়ার্ল্ড মিউজিক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল ‘তোমার জন্য’ শিরোনামের গানটি। গাওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীতায়োজন করেন নিলয়।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত