Wednesday, January 15, 2025
Google search engine

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: আরও এক আসামি কারাগারে

নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় চাঁদনি বাবু (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ফতুল্লার পঞ্চবটী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চাঁদনি বাবু মামলার তিন নম্বর আসামি। এখন পর্যন্ত এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবু এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এর আগে গত ১২ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ১৪ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়। পরে (১৭ ডিসেম্বর) সীমান্ত হত্যার ঘটনায় অনিক (২৮) এবং ১৮ ডিসেম্বর সাইদুর রহমান আকাশ (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত প্রবন্ধ
- Advertisment -
Google search engine

সবচেয়ে বেশি পঠিত