Thursday, November 21, 2024
Home বিনোদন মৃত্যুর পরও কাজ করবে শরীর, পিছিয়ে গেল ‘মিকি ১৭’

মৃত্যুর পরও কাজ করবে শরীর, পিছিয়ে গেল ‘মিকি ১৭’

ব্যাটম্যান তারকা রবার্ট প্যাটিনসন বড়পর্দায় ফিরছেন সাইন্স ফিকশনের চরিত্র হয়ে। বহুল প্রত্যাশিত নতুন এ সিনেমার নাম ‘মিকি ১৭’। পারাসাইট পরিচালক বং জুন-হো এটি পরিচালনা করছেন।

তারকার ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, সিনেমাটির মুক্তি আবারও পিছিয়ে গেল। এর আগে একবার তারিখ পরিবর্তন হয়ে আগামী বছরের জানুয়ারির শেষে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটি হচ্ছে না। নতুন তারিখ অনুযায়ী ১৮ এপ্রিলে সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

সিনেমাটি এমন একটি ভবিষ্যতের গল্পে নির্মিত হচ্ছে, যেখানে ক্লোনিং সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখন একজন ব্যক্তি মারা যান তখন তার সব স্মৃতি অক্ষত রেখে নতুন একটি শরীর তৈরি করা হয়। সেই শরীর দিয়ে মৃত ব্যক্তি কাজ চালিয়ে যেতে পারেন।

তবে জটিলতা সৃষ্টি হয় যখন প্যাটিনসনের চরিত্র মিকির দুটি কপি একসঙ্গে উপস্থিত হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ মজাদার গল্প হতে যাচ্ছে ‘মিকি ১৭’ অনুমান করাই যায়। তাই প্যাটিনসনের ভক্তরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী হয়ে আছেন।

ভ্যারাইটি রিপোর্ট করেছে, ‘মিকি ১৭’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস. মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে। তাদেরেই আরেকটি সিনেমা মাইকেল জ্যাকসনের বায়োপিক ১৮ এপ্রিল মুক্তির কথা ছিল। সেটির তারিখ পরিবর্তন করে ৩ অক্টোবরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই ১৮ এপ্রিল তারিখটি ফাঁকা থাকায় সেখানে যুক্ত করা হয়েছে ‘মিকি ১৭’- এর নাম।

সম্পর্কিত নিবন্ধ

ইটভাটার দেনা পাওনা নিয়ে দ্বন্ধ, ইট লুটপাটের মিথ্যা অভিযোগের নিন্দা

মো. সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের জগতপুরস্থ ন্যাশনাল ব্রিকস মেনুফ্যাকচার এর অংশীদারদের মাঝে দেনা-পাওনার হিসাব নিয়ে দ্বন্দ্বের ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত...

জ্বলছে আগুন, ক্ষতি হাজার কোটি টাকা

সংবাদ সিক্সটিনঃ জ্বলছে আগুন, বসে নেই ফায়ার সার্ভিসও। মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউনে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে নাই ফায়ার সার্ভিস...

সেলিম-সাঈদ ক্রিকেট টূর্ণামেন্টের জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা

সংবাদ সিক্সটিনঃ "কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো" এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেণ্ট'র...