বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

সোনারগাঁয়ে মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ ঈশা খাঁ রাজধানী খ্যাত সোনারগাঁয়ে হাবিবপুর ঈদগাঁহ সংলগ্ন সুপ্রসিদ্ধ ও স্বনামধন্য ধর্মীয় শিক্ষা, আরবী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে, উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে মনোরম পরিবেশে আদর্শ শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় পরিচালিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। এতে রয়েছে পৃথক ভবনে পুরুষ ও মহিলা শাখার সকল বিভাগ। দীর্ঘদিন যাবত এ মাদ্রাসাটি স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত বহু শিশুদের নুরানী, নাযেরা, হিফয ও শিশু শ্রেণি থেকে মেশকাত পর্যন্ত পাঠদান করে ইতিমধ্যেই সর্বত্র আলোচিত ও পরিচিত লাভ করেছে।

আাগামী ৪ নভেম্বর (সোমবার) বিকাল ৩টা হইতে অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান এবং হাফেজ হাবিবুর রহমান খাঁন (সন্মান্দী হুজুর রহঃ) ও মরহুম মানিক মিয়াসহ হাবিবপুর কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক হাবিবপুর ঈদগাঁহ মাঠে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়াও রয়েছেন কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন, হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফি। আরও ওয়াজ করিবেন দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ওয়ায়েজীনে কেরামগণ।

মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গাজী আব্দুস সামাদের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান ও হাবিবপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান প্রধানসহ আরও অনেকে।

মাহফিল পরিচালনায় রয়েছেন মাদ্রাসার মুহতামিম এইচ. এম. মাহফুজ বিন হাবিব ও পরিচালক মুফতি ইয়াসিন বিন হাবিব। কোরআন তেলাওয়াত করিবেন অত্র মাদ্রাসার শিক্ষক আন্তর্জাতিক ক্বারী হাফেজ শাহ কামাল। মাহফিলের সার্বিক সহযোগীতায় রয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়