শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

ডক্টর ইউনুস ও বাইডেনের বৈঠক

সংবাদ সিক্সটিনঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালিন  সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তারা দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে “পূর্ণ সমর্থন” জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার  অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়