নিখিল বর্মন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় সাপাহার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা আরডিও আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী আব্দুল কাসেমসহ সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।