শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img

ইতিহাস বিকৃতি’র অভিযোগে মামলার আসামী হলেন লায়ন বাবুল

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাধীনতার ইতিহাস বিকৃত’র অভিযোগে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদন করেছিলেন বারদী ইউনিয়নের মছলুন্দপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সানাউল্লাহ।

এ বিষয়ে মামলার বাদী বারদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সানাউল্লাহ সানু বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বক্তব্য দিকে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে আজ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার পাওয়ার আশাবাদী।
জানতে চাইলে মামলার আসামি বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান ওরফে লায়ন বাবুল বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই, কেউ আমাকে কিছু বলেনি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ইতিহাস বিকৃতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান ওরফে লায়ন বাবুল প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর আগে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের পদ থেকে একবার বহিষ্কার হয়েছিলেন। সেইসঙ্গে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মামলাও করা হয়েছিল।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়