নিজস্ব প্রতিনিধিঃ অবৈধ সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর নেতৃত্বে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার ( ২৯ জুলাই ) বিএনপির এক দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড মহাসড়কে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল থেকে নজরুল ইসলাম আজাদ বলেন, ফ্যাসিষ্ট, রাতের ভোটের অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশ নায়ক তারেক রহমান ও কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি সফল করতে নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিম বারী ড্যানি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রনকুল ইসলাম টিপু, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।