মো.মাইনুল ইসলাম, ঢাকাঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার বৈন্যা গ্রামে অস্হায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
শনিবার (১০ জুন) দুপুরে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের -বৈন্যা গ্রামে অস্হায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকা জেলা পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
পুলিশ ক্যাম্প উদ্বোধন কালে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন-নির্বাচন আসলেই অনেক ষড়যন্ত্র হয়। সকল ষড়যন্ত্র কারীরা এসময় এক হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধের জন্য দেশীয় ষড়যন্ত্রকারীরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকার আহবান জানান তিনি। অনেক বিদেশি শক্তি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কাজ করছে। নির্বাচন আসলেই অনেক স্রোত আসে যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশ গ্রহণ করে না, এমনকি নির্বাচন হতে দিবে না অরাজকতা করে থাকে। সকলকে নতুন ষড়যন্ত্রের ব্যাপারে সর্তক থাকতে হবে।
আমি সমগ্র বাংলাদেশ ঘুরে দেখেছি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী, পর্বতসম। তিনি দেশের সামগ্রিক উন্নয়ন করে জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, মনে রাখতে হবে বাঙালী জাতী মাথা নত করার জাতি নয়। কোন ষড়যন্ত্রকারীরা জয়ী হতে পারবে না ইনশাআল্লাহ।
মন্ত্রী আরো বলেন,আমরা মাত্র নয় মাসে দেশ স্বাধীন করেছি কোন বিদেশি শক্তি শেখ হাসিনাকে বিভ্রান্ত করতে পারে নাই পারবে ও না । শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা তিনি ভয় করতে শিখেনি। আপনারা সবাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নৌকা প্রতিকে ভোট দিয়ে মানণীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের সুযোগ করে দিয়ে দেশের বর্তমান উন্নয়ন ও অগ্রগতির চাকাকে সচল রাখতে সহায়তা করবেন। বিদ্যুতের সমাধান অচিরেই হয়ে যাবে ইনশাআল্লাহ।
ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার) এর সভাপতিত্বে কুশুরা- বৈন্যা গ্রামে অস্হায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে এ’সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি, ধামরাই { ২০} সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি, ঢাকা রেঞ্জের পুলিশ এর ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.পনিরুজ্জামান তরুন,উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সিরাজ উদ্দিন প্রমুখ।