সংবাদ১৬.কম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তাটি দখলে নেয়ার অভিযোগ উঠেছে সামসু মোল্লা নামে এক ব্যক্তি ও তার বাহিনীর বিরুদ্ধে।
অভিযুক্তকে বাধা দেওয়ায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী এলাকাবাসীর দাবী।
এলাকাবাসী জানায়, আমাদের পাড়া মহল্লায় সামান্য বৃষ্টি হলে হাটু সমান পানি জমে থাকে। রাস্তা দিয়ে চলাচল করা যায়না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এই রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা হবে এবং রাস্তায় যেন মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে তার বাস্তবায়নে ড্রেনের কাজ চলছে। সরকারি ভাবে রাস্তার কাজ আসছে রাস্তায় কাজ করতে গেলে বাধা দিচ্ছে সামসু মোল্লা ও তার বাহিনী।
এলাকাবাসীর একটাই দাবী জনগণের চলাচলের স্বার্থে রাস্তাটি মেরামতসহ সামসু মোল্লার অধিনে দখলকৃত যায়গা দখলমুক্ত চাই।
ওই এলাকার বাসিন্দা ও দামগড় ইউনিয়নের ১ নং প্যানেল চেয়ারম্যান বাবুল হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে প্রায় ৩০ বছর আমরা এলাকাবাসী চলাচল করে আসছি। রাস্তাটিতে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। কাজ বন্ধ করে সামসু মোল্লা ও তার বাহিনী সরকারি রাস্তাটি দখলে নেওয়ার পায়তারা করছে।