সোমবার, নভেম্বর ৪, ২০২৪

চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে তিন আসামী গ্রেফতার

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হানিফ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর তেজগাঁও ও মদনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাচঁপুর নয়ামাটি গ্রামের বাবুল মিয়ার ছেলে কামরুল ইসলাম, মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া গ্রামের মনির হোসেনের ছেলে ওমর হোসেন, একই এলাকার গোলাম মাহমুদের ছেলে মুজাহিদুল ইসলাম।

নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মোঃ কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন গাড়ি চালক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান,গত শুক্রবার রাতে আবু হানিফ নামে গাড়ি চালকের গাড়ি দিয়ে চারজন ছিনতাইকারী যাত্রী সেজে বিমানবন্দর থেকে আসে। পরে সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এসে চালক আবু হানিফ কে হত্যা করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। আসামিরা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়