Friday, December 6, 2024
Home জাতীয় ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে: মেয়র শাহাদাত

ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে নগরীর খুলশি কনভেনশন হলে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম’র ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র এবং তরুণরা। তারা নিত্যনতুন চিন্তা, ধারণা, গবেষণা ইত্যাদির মাধ্যমে দেশে বদলে দেয়। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রামকে ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি হিসেবে গড়তে চাইলে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমি ছাত্র-তরুণদের ভালবাসি এবং তাদের নিয়েই চট্টগ্রামকে বদলে দিতে চাই। বিশেষ করে বৃষ্টির পানি কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে জলাবদ্ধতা হ্রাস করা যায় এবং পানির চাহিদা পূরণ করা যায়; কীভাবে চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করা যায় এবং বর্জ্যকে সম্পদের রূপান্তর করা যায়; কীভাবে সূর্যের আলো থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করে চট্টগ্রাম শহরের বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়- এসব বিষয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে।
জেসিআই চট্টগ্রাম তরুণ উদ্যোক্তাদের সাফল্যের পথ প্রদর্শনকারী একটি সফল ও সক্রিয় সংগঠন এবং এই সংস্থা বিগত ১২ বছর ধরে উদ্যোক্তা তৈরি, ব্যক্তি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছে।

তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তা তৈরিতে তারুণ্যের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিক সভা-সেমিনারের আয়োজন, উদ্যোক্তা সামিট, ইয়ুথ সামিট, সফল উদ্যোক্তা অ্যাওয়ার্ডসহ, সমাজের অবেহেলিতদের জন্য নানা উদ্যোগ, নানা ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেসিআই চট্টগ্রাম সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে এসেছে।

সম্পর্কিত নিবন্ধ

ক্লিন-আপ কার্যক্রমে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার শপথ

সংবাদ সিক্সটিনঃ নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিছন্নতা...

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

সংবাদ সিক্সটিনঃ "কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো" এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার (২৪ শে নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য...

ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র...