Friday, December 6, 2024
Home অপরাধ সোনারগাঁয়ে ১৭ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার

সোনারগাঁয়ে ১৭ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামি ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) তাকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহী যানবাহনে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ডাকাতি সংঘটিত করে আসছে। সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। গত বুধবার সাদ্দাম হোসেন জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত সাদ্দামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ডাকাত সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক, বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়। যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা। ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

ক্লিন-আপ কার্যক্রমে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার শপথ

সংবাদ সিক্সটিনঃ নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিছন্নতা...

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

সংবাদ সিক্সটিনঃ "কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো" এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার (২৪ শে নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য...

ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র...