Friday, December 6, 2024
Home Uncategorized বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে মিলবে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে মিলবে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণাকাজে গতি আনতে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের বাস্তবায়নাধীন এক প্রকল্পে সংশোধন আনছে।

সংশোধিত প্রকল্পে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিশ্চিতের বিষয়টি যুক্ত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিশ্বব্যাংকের ৬ সদস্যের প্রতিনিধিদল। তাদের সঙ্গে সাক্ষাতে বিষয়টি তুলে ধরে প্রকল্পের সংশোধনের কথা জানান চেয়ারম্যান।

ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ হিট প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দেওয়া এবং প্রকল্পের বিভিন্ন সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। শিক্ষার্থীদের চাহিদাগুলো অগ্রাধিকার দিয়ে হিট প্রকল্প সংশোধন ও একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

ক্লিন-আপ কার্যক্রমে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার শপথ

সংবাদ সিক্সটিনঃ নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিছন্নতা...

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

সংবাদ সিক্সটিনঃ "কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো" এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার (২৪ শে নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য...

ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র...