Friday, December 6, 2024
Home অপরাধ পঞ্চদশ সংশোধনীতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি

পঞ্চদশ সংশোধনীতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ফলে হাইকোর্টের কাছে এই সংশোধনী বাতিল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পঞ্চদশ সংশোধনী নিয়ে রুল শুনানি শেষে ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

এর আগে একই দিন আদালতে দ্বিতীয় দিনের মতো সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি অনুষ্ঠিত হয়। এদিন তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবী জয়নুল আবেদীন আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে তিনি বলেন, জনমত উপেক্ষা করে একক সিদ্ধান্তে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনেন, যা অসাংবিধানিক।

তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে হাইকোর্ট বলেছেন, কেউ যেন বলতে না পারে যে, আমরা ন্যায়বিচার পাইনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) হাইকার্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রুলের তৃতীয় দিনের শুনানিতে এমন মন্তব্য করেন।

এদিন কোর্টের বিরতির আগে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন শুনানি করেন। বিরতির পর বিকেলে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহরিয়ার কবির। তিনি সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ৭ (বি) ও গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ নিয়ে যুক্তি তুলে ধরেন। একপর্যায়ে হাইকোর্ট বলেন, এই রায়টি আমরা কলমের মাধ্যমেই লিখবো। মানুষ এটি ৫০ বছর বা আরও বেশি দিন মনে রাখবে। কেউ যেন বলতে না পারে যে আমরা ন্যায়বিচার পাইনি। এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

শুনানির বিষয়ে জয়নুল আবেদীন বলেন, পঞ্চদশ সংশোধনীর সংবিধান অনুযায়ী করা হয়নি। এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। জনগণ যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে সেজন্য পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ১৩তম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ে সময় প্রধান বিচারপতি নিজের মুখে বলেছিলেন আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। পরবর্তীতে সাতদিন পরে সংবিধান সংশোধন হয়ে গেল। এ মামলার লিখিত রায় প্রকাশের আগেই সংবিধান সংশোধন হয়ে যায়।

অপরদিকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার ১৬ মাস পরে লিখিত রায় দিলেন। তখন আমি সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে বলেছিলাম এই রায়কে কোনো রায় বলা যায় না। এবং যে পঞ্চদশ সংশোধনী হয়েছে সেটা সংবিধান লঙ্ঘন হয়েছে। এইসব দিক আমরা আদালতে তুলে ধরে বলেছি যে এই সংবিধান সংশোধনী যেটা করা হয়েছে। সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। তবে কিছু কিছু বিধান রয়েছে যেগুলো থাকা দরকার। এবিষয়ে পরবর্তীতে আমরা লিস্ট করে আদালতে প্লেস করবো। এখানে মূল বিষয় হলো পঞ্চদশ সংশোধনীর সংবিধান মোতাবেক হয়নি। এটা সংবিধান বিরোধী হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

ক্লিন-আপ কার্যক্রমে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার শপথ

সংবাদ সিক্সটিনঃ নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিছন্নতা...

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

সংবাদ সিক্সটিনঃ "কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো" এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার (২৪ শে নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য...

ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র...