বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

সোনারগাঁয়ে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন উদ্ধোধন

সংবাদ১৬.কমঃ মঙ্গলবার ২৫ জুলাই সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকার ইসলামিয়া আলিমিয়া মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

এসময় উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন হযরত শাহাজাল আন্তর্জাতিক বিমান বন্দরের সাবেক কর্মকর্তা আব্দুল কাদির খান, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় প্রমুখ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়